সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
ঢাক-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলাধীন শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকার মানিকপুরে মাইক্রোবাসের সাথে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অপর দুজন আহত হয়।
বৃহস্পতিবার (১২জানুয়ারী) ভোর সাড়ে ৫ঘটিকার দিকে সিলেটগামী একটি ট্রাক সিলেট অভিমুখী একটি মাইক্রোবাস (চট্র.মেট্রো.চ৫১-০৮০৭) কে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীসহ ড্রাইভার গুরুতর আহত হলে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মাইক্রোবাস চালক আব্দুল মালেকের মৃত্যু হয়।
নিহত আব্দুল মালেক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের আব্দুল শুকুর মিয়ার পুত্র। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি থানায় আনা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
Leave a Reply