মাধবপুরে আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে বাঘাসুরায় শ্রমিকলীগের শোক প্রকাশ, দোয়া অনুষ্ঠিত।
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও শাহজাহানপুর ইউনিয়নের সাবেক ৪ বারের সফল চেয়ারম্যান (মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদ বিন রাজ্জাক এর পিতা) জনাব আব্দুর রাজ্জাক সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের আত্বার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে বৃহস্পতিবার (১২জানুয়ারী) সন্ধ্যায় গ্যাসফিল্ড বিশ্বরোড সংলগ্নে এ শোক প্রকাশ ও দোয়ার আয়োজন করেন বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি জনাব, কাউছার মিয়া মেম্বার। সাধারন সম্পাদক সায়েম আহমেদ। সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান সর্দার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন। ৪নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি মোঃ রাকিব হাসান (সাওয়াল), সহ-সভাপতি মোঃ আঃ রহিম, সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন খাঁ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবজাল মিয়া, হাফেজ ক্বারী মামুন মিয়া সহ সকল সদস্যরা।
মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের মৃত্যুতে বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের পক্ষ থেকে মরহুমের আত্বার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন নেতাকর্মীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ৪ বারের সফল ইউ/পি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (১২জানুয়ারী) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তেলিয়াপাড়ায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে দুই মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে যান তিনি। শুক্রবার (১৩জানুয়ারী) সকাল ১০ঘটিকার দিকে জানাজা শেষে গোয়াছনগর পশ্চিম পাড়া কবরস্থানে দাফন সম্পূর্ণ করার কথা রয়েছে।
উক্ত জানাজা নামাজে শরীক হয়ে মরহুমের আত্বার মাগফেরাত কামনা করার জন্য সকল কে দাওয়াত করেন বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতাকর্মীরা।
Leave a Reply