সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলাধীন শাহপুরে ম্যাটাডোর কোম্পানির নিকট নোহা-ট্রাক সংঘর্ষে একই পরিবারের ৪জন সহ নিহত হয়েছে ৫জন। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরো ২জন। আহতদের সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই জসিম মিয়া জানান, (৭জানুয়ারী) শনিবার ভোর রাতে বিদেশ ফেরত যাত্রী নিয়ে নোহা মাইক্রোবাস ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।
মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর ম্যাটাডোর কোম্পানি এলাকায় পৌঁছাতে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। একই সময়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নোহা মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই (৩)তিন জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে অপর (২)দুই জন নিহত হয়। নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুনাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে প্রবাসী আঃ সালাম মিয়া (৩৫), সিয়াব মিয়া (১৩), সাফিয়া বেগম (২০), সাফিয়া বেগমের ১বৎসরের কন্যা সন্তান হাবিবা জান্নাত(১) ও দশভাগ গ্রামের নোহা মাইক্রোবাস চালক সাতির আলী(৩৫)।
আহতরা হলেন, রাজু মিয়া ও নুর ইসলাম মিয়া। তাদের সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠায়। পরে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানায় নিয়ে আসে।
Leave a Reply