শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ১৪ দলের আলোচনা সভা :
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে অদ্য ১৯/১২/২২ ইং দুপুর দুই ঘটিকায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর বর্ষিয়ান রাজনৈতিক সাবেক সফল মন্ত্রী ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু। উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার। আরো উপস্থিত ছিলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রতিহত করার জন্য জোরালো বক্তব্য রাখেন। স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন মাথা চারা দিতে না পারে সেই দিকে সকল নেতাকর্মীদের সোচ্চার থাকার নির্দেশ দেন। পরিশেষে সভাপতির বক্তৃতার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply