কনস্টেবল/৫৭৯ রুবেল মিয়া কর্মস্থলে বসবাসরত ভাড়া বাসায় বৈদুতিক শর্ট সার্কিটের ত্রুটির কারণে আগুন লেগে আজ (০৬ ডিসেম্বর ২০২২) ভোর ০৬:৪৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি হবিগঞ্জ জেলার সদর ট্রাফিকে কর্মরত ছিলেন।
উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে অত্র জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গভীর শোক প্রকাশ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, মা-বাবা, ভাই-বোন, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
মরহুমের নামাজে জানাজা আজ (০৬ ডিসেম্বর) বাদ আসর হবিগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।
অত্র জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা/কর্মচারীগণ, মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে পুলিশ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তাকে সিলেট নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কনস্টেবল/রুবেল মিয়ার মৃত্যুতে পুলিশ সুপার এস এম মুরাদ আলি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পুলিশ সুপার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
Leave a Reply