”
টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে ০৪( চার) টি জি আর সাজা ওয়ারেন্ট সহ মোট ১৩ টি ওয়ারেন্ট তামিল , এছাড়াও ১০ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে অদ্য ০৫/১২/২০২২ খ্রিঃ তারিখ থানার বিভিন্ন এলাকা হইতে ১৩টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়। যার মধ্যে ০১টি জিআর, ০৮টি সিআর এবং ০৪টি জিআর সাজা পরোয়ানা। এছাড়াও এএসআই (নিঃ) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউপির অন্তর্গত লোহাইদ শাহনগর সাকিন হইতে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আকাশ মিয়া (২০), পিতা-মৃত নুরুজ্জামান @ মঞ্জু, গ্রাম- লোহাইদ (শাহপুর, ৬নং শাহজাহানপুর ইউপি) , থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply