বুলবুল আহমেদ,নবীগঞ্জ হবিগঞ্জ
প্রতিনিধিঃ- নবীগঞ্জ থানার এএসআই (নিঃ) মোঃ সুফিয়ান মিয়া পদ উন্নতি হয়ে হবিগঞ্জ ডিএসবিতে বদলী হওয়ায়
হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনের পক্ষ থেকে সাংবাদিক বদরুল ইসলাম এর সৌজন্যে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট বিতরন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধা ৭টার সময় ঢাকা- সিলেট মহা সড়কের জালালপুর মেসার্স হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি গত দীর্ঘ দেড় বছর নবীগঞ্জ থানায় যোগদান করার পর থেকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনির সততার কারণেই নবীগঞ্জবাসী বুঝতে পারে যে আসলে পুলিশই জনগণের বন্ধু। এ কারণেই হবিগঞ্জ পুলিশ সুপার মুরাদ আহমদের কাছ থেকে তিনি ওবিন্ন মানদন্ডে হবিগঞ্জ জেলার এএসআই ২০২২ মনোনিত হন।
উক্ত সংর্বধনা ও সম্মাননা ক্রেস্ট বিতরন অনুষ্ঠানটি সামি আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন, জাতীয় অন লাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অন লাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সৌরভ আহমেদ, ফিলিং স্টেশনের ম্যানাজার ইমরান আহমেদ, মনির খাঁন, সেলম্যান ইমন আহমেদ, মোতাল্লিব, রাজু মিয়া, বাতির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ, পাম্প সহকারী বাবুল আহমেদ, বিশেষ সহযোগী সানুর মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই বিদায়ী এএসআই মোঃ সুফিয়ান মিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Leave a Reply