পথশিশু নিকেতন ফাউন্ডেশন ৫০ টি বাচ্চাকে চেতনা স্কুল ড্রেস প্রধান ও চিত্তবিনোদন।
স্টাফ রিফোর্টার ঃ
শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ব্যবস্থা চেতনা স্কুলে আজ ৫০ টি টিশার্ট প্রধান ও শিক্ষকরা তাদের চিত্তবিনোদনের ব্যবস্থা করেন।
বস্তির সুবিধা বঞ্চিত শিশুরা পায় না কোনো সুযোগ সুবিধা। তাই পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা খুলা আকাশের নিচে সপ্তাহে তিনদিন দূর দূরান্ত থেকে এসে রেললাইনের পাশেই ক্লাস করান।
তারা মনে করেন পড়াশোনা করা সবার মৌলিক অধিকার হয়তো তারা অনেক কিছু শিখতে পারবে না কিন্তু নিজের পরিচয়টা তো লিখতে পারবে।প্রথমে এত সহজলভ্য ছিল না রেলস্টেশনের বাচ্চাদের পড়ানো।
রেললাইন থেকে কুড়িয়ে এনে জুর করে ক্লাস করানো হত।এখন আস্তে আস্তে ওরা নিয়মের মধ্যে এসেছে। বিকেল তিনটে হলেই ওরা ক্লাস এ চলে আসে। স্বেচ্ছাসেবী এবং সংগঠন এর শুভাকাঙ্ক্ষীদের চাঁদা দিয়েই বাচ্চাদের শিক্ষা উপকরণ, দৈনিক খাবার ও ড্রেস দেওয়া হয়। এতে বিভিন্ন সংগঠন ও ছাত্র ছাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
Leave a Reply