“কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ”
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র”
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ২৯ অক্টোবর (শনিবার) বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের ন্যায় হবিগঞ্জ জেলায়ও কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশ এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২২’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেল ৪.৩০ ঘটিকায় হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর সঞ্চালনায় অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে প্রথমে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সম্মানিত বক্তরা জেলায় কমিউনিটি পুলিশিং এর ইতিহাস, গুরুত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্পর্ক নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হন হবিগঞ্জ সদর থানার এসআই(নিঃ)/ মুমিনুল ইসলাম পিপিএম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হন রোটারিয়ান মোদারিছ আলী টেুন, সভাপতি, হবিগঞ্জ পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি, হবিগঞ্জ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কমিউনিটি পুলিশিং নিয়ে বলেন, “বাংলাদেশে পুলিশের পাশাপাশি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে একেকজন যোদ্ধার মত হতে হবে। জনগনকে পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। পুলিশ জনগণের সেবায় সবসময় আছে, থাকবে। আমাদের সফলতা জনগণ এবং পুলিশের সমন্বয়েই সম্ভব। মাদক, মানব পাচার, জংগীবাদসহ সকল অন্যায় অনাচার রোধে জনগণ এবং পুলিশ এক হয়ে কাজ করলেই শান্তি আসবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ নূরুল হক, সিভিল সার্জন, হবিগঞ্জ, মোহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, হবিগঞ্জ, মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ, হবিগঞ্জ ও মোঃ আজমুল হোসেন, উপ-পরিচালক, এনএসআই, হবিগঞ্জ, মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, হবিগঞ্জ, রাসেল চৌধুরী, সভাপতি, প্রেসক্লাব, হবিগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক চৌধুরী, পিপি, জেলা ও দায়রা জজ আদালত, হবিগঞ্জ, গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, হবিগঞ্জ ও জেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, স্কাউট ও রোটারিয়ান এবং জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ।
Leave a Reply