কবিতা
স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি সংগ্রামের ফসল
মুক্তিযোদ্ধার প্রাণের সম্বল
স্বাধীনতা তুমি রক্তের দান
৩০ লক্ষ শহীদের প্রাণ।
স্বাধীনতা তুমি বীরাঙ্গনা নারীর লাঞ্ছনার দাগ
স্বাধীনতা তুমি নির্যাতিত বাঙালির মুক্তির আর্তনাদ।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
স্বাধীনতা তুমি মাওলানা ভাসানীর রিক্তের বেদন,
স্বাধীনতা তুমি ওসমানির রণকৌশলতা
স্বাধীনতা তুমি শহীদ জিয়ার মনের কথা,
স্বাধীনতা তুমি তিতুমীরের দেশপ্রেমের চেতনা
স্বাধীনতা তুমি আত্মত্যাগের মহিমা,
স্বাধীনতা তুমি সিঁথির সিদুর মুছে যাওয়ার বেদনা,
স্বাধীনতা তুমি বেদনা বারীমায়ের স্বস্তির প্রেরণা।
স্বাধীনতা তুমি হাজী শরীয়ত উল্লার ফরায়েজী আন্দোলন
স্বাধীনতা তুমি ভাষা আন্দোলনের নির্গমন।
স্বাধীনতা তুমি বাংলার মানুষের স্বপ্নের তাঁজ
কি অপরূপ রূপে সাজিলে আজ
সোনার ধানে পূর্ণ ফসলের মাঠ।
সবুজ শ্যামল বৃক্ষের বাহার
নদী নালা আরো কত পাহাড়,
তোমার রূপে মিশে আছে কত ইতিহাস
দুঃখ বেদনা আত্মত্যাগ নাহি অবকাশ
রচনা
মোহাম্মদ খোকন মিয়া
Leave a Reply