গত ২৫-১০-২০২২খ্রি. তারিখ মাধবপুর থানায় উক্ত থানাধীন ০১নং ধর্মঘর ইউনিয়নের অন্তর্গত রসুলপুর সাকিনস্থ মোঃ রৌশন আলী বাদী হয়ে একটি ডাকাতি মামলা রুজু করেন।
উক্ত মামলার লুন্ঠিত মালামাল উদ্ধার, দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ২৬-১০-২০২২খ্রি তারিখ. বুধবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি এলাকার লোকজন ও বাদীর আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ডাকাতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মাধবপুর থানাধীন হরষপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে অত্র এলাকার সাধারণ জনগণের সাথে জনসচেতনতামূলক সভায় অংশ গ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার এলাকার আইনশৃংখলা রক্ষার্থে ও ডাকাতি রোধে সবাইকে এক সাথে কাজ করার ও প্রশাসনকে সহযোগিতার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন মহসীন আল মুরাদ, সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, অত্র এলাকার ইউপি চেয়ারম্যান, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ এলাকার গণ্যমান্য লোকজন।
Leave a Reply