ইং-২৬/১০/২০২২ তারিখ ১৯..০০ ঘটিকার সময় অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জের নেতৃত্বে বানিয়াচং থানায় কর্মরত এসআই সবুজ কুমার নাইডু সংগীয় ফোর্স ও ৫নং ইউ/পি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস এবং স্থানীয় জনতার সহায়তায় অত্র থানাধীন ৫নং দৌলতপুর ইউপিস্থ আড়িয়ামুগুর গ্রামে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১. জুয়েল চন্দ্র দাস(৩৫), পিতা-মৃত অন্নদা সন্নাসী দাস, সাং- আড়িয়ামুগুর ২. শফিক মিয়া(৩৫), পিতা-মৃত সিরাজ মিয়া, ৩. শ্যামল রবি দাস(৩৮), পিতা-ললিত রবিদাস, সর্বসাং- আগুয়া, থানা- বানিয়াচং, জেলা–হবিগঞ্জদের ৩২৪ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করেন।
আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, জুয়া, চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply