র্যাবের অভিযানে হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে ৭৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারী গ্রেফতার
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিলেট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে ৭৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গতকাল শনিবার (২২ অক্টোবর) ২০২২ ইং তারিখ ২টা ৪৫ মিনিটের সময় হবিগঞ্জের মাধবপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মৃত একরাম হোসেনের পুত্র মোঃ ওয়াসিম মিয়া (৩৫), লিলু মিয়ার পুত্র মোঃ শামীম মিয়া (২১), নুরুল ইসলামের পুত্র মোঃ শরীফ উদ্দিন (২২), মৃত মোঃ সিদ্দিক আলীর পুত্র মোঃ রহমত আলী (৫২)। তারা সবাই মাধবপুর থানার মধ্য বেজুড়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে লক্ষে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা সহ চলমান অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর এএসপি মিডিয়া অফিসার মোঃ ইকরামুল আহাদ।
প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৬৭৯৬৩৯৮
তারিখঃ- ২৩/১০/২০২২ইংরেজী
Leave a Reply