হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর নিদের্শ ক্রমে আজ হবিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোসাই পুর,গোসাই নগর ও সিনেমা হল সিডিসির সঞ্চয় দাতা ও ঋণ গ্রহীতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ৭,৮,৯ সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুমা জাহান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল আহমেদ টিপু, সিডিসি ফেডারেশনের আলহাজ্ব নানু মিয়া, মুনিশ আচার্য,কামাল মিয়া শ্যামলী গোসাই পুর নর্থ ইনাতাবাদ সিডিসির ক্যাশিয়ার সাংবাদিক শাহেনা আক্তার, শাহেদা বেগম, রীনা বেগম,আলেয়া বেগম, শ্যাফালী গোস্বামী,সুনিতা ঋষি, ও সিডি সির নেতৃবৃন্দ ও সদস্য। আলোচনার বিষয় ছিল যারা সিডিসি ঋণ নিয়েছে তারা যেন ডিসেম্বর মাসে মাঝ ঋন পরিশোধ করে।
Leave a Reply