কবিতা
সালাম
সালাম সালাম সালাম
সালাম খোদার কালাম
আল্লাহর রহমত বর্ষণার্থে
সবাইকে দিলাম সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
যত আছেন আল্লাহর বান্দা
সবার তরে রাখিলাম সালাম অভিবাদন
ঘৃণা লজ্জা ভয় করিয়া বর্জন।
শান্তির বাণী অমৃত কালাম
কন্ঠে আমি নিলাম সালাম।
সালামে হয় মনের ভাব হয় ভালোবাসা
সালাম-কালাম দিলে ভাই থাকেনা রাগগুসা।
দশটি নেকী মিলে তবে দিলে সালাম খানি
সগিরা গুনাহ ঝরে পড়ে হাদিসের বাণী।
সালাম-কালাম দিতে ভাই নাহি করি লাজ
ছোট-বড় সবার মাঝে সালাম রাখি রেওয়াজ।
সালাম-কালাম দিয়ে করবো নিত্য চলাফেরা
বিশ্ব ভুমন্ডলে বয়ে যাক অমৃত শান্তির ধারা।
রচনা
মোহাম্মদ খোকন মিয়া।
Leave a Reply