লাখাই প্রতিনিধিঃ এইছ এম মুস্তাফিজুর রহমান আশরাফুল।
(জাগ্রত তরুণ মানবতার সেবায় হবিগঞ্জ ) সংঘঠনটির পক্ষ থেকে চিকিৎসার জন্য অর্থিক সহায়তা প্রদান করলেন চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের (ভূইয়া বাড়ীর) মোঃ রাজু মিয়ার একমাত্র শিশু ছেলে তার হার্টে ২ টি ছিদ্র থাকায় চিকিৎসা ব্যয় বহুল হওয়ায় চিকিৎসা করাতে রাজু মিয়ার পক্ষে সম্ভব নয়।বিধায় তিনি সাহায্যের আবেদন করেন । (আমাদের জাগ্রত তরুণ মানবতার সেবায় হবিগঞ্জ) সংঘঠন টি এই শিশু টির পরিবারের কাছে সহায়তার হাত বাড়িয়ে দেয়,,এ- সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহিরুল হক শরীফ সভাপতি সেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা। জাগ্রত তরুণ মানবতার সেবায় হবিগঞ্জ পরিবারে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাকির হোসেন। সহ পরিচালক এইছ এম মোস্তাফিজুর রহমান আশরাফুল , সহ পরিচালক জুয়েল আহমেদ,সহ পরিচালক সোহাগ আহমেদ,সহ পরিচালক নুরুজ্জামান, সহ পরিচালক তানজিল আহমেদ,, সহ পরিচালক আলমগীর,, সহ পরিচালক মাছুম,, সহ পরিচালক নাজু আহমেদ সহ প্রমুখ সেচ্চাসেবক নেতৃবৃন্দ।
Leave a Reply