আজ জেলা প্রশাসক এর কার্যালয়, হবিগঞ্জ এর সম্মেলন কক্ষে হবিগঞ্জ সুইমিং ক্লাব এর পরিচিতিমূলক সভা ও শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার (হবিগঞ্জ সদর), জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, গণমাধ্যমকর্মী, ক্ষুদে সাতারুসহ অন্যান্য সুধীজন।
সভায় জানানো হয় যে হবিগঞ্জ জেলায় কোন সাতার প্রশিক্ষণের সুযোগ না থাকায় সাধারণ মানুষ বিশেষ করে শিশুরা বঞ্চিত হচ্ছে। তাই অচিরেই হবিগঞ্জ জেলায় একটি সুইমিং পুল স্থাপন করা হবে যেখানে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে শিশু কিশোরদের সাতার শিখানো হবে।
এছাড়াও বিভিন্ন উপজেলায় পুকুর সংস্কারের মাধ্যমে প্রশিক্ষকের মাধ্যমে সাতার প্রশিক্ষণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply