গতরাতে লাখাই থানাধীন বামৈ এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ০৩ ডাকাত লাখাই থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এসময় ডাকাতদের হেফাজত হতে দেশীয় রামদা,ছুরি,গ্রীল কাটার,টর্চ লাইট ইত্যাদি উদ্ধার করা হয়েছে।
আটক ডাকাত ১। সাইফুল মিয়া প্রকাশ ছয়ফুল (৪০), পিতা- আবু সামা, সাং- আমিরখানী, থানা- বানিয়াচং, ২। শাহজাহান মিয়া (৩২), পিতা- মৃত ইদ্রিছ মিয়া প্রকাশ জোবায়ের আলী প্রকাশ জব্বার আলী, সাং-বাখরনগর, থানা-মাধবপুর, ৩। মোরশেদ মিয়া (৩৫), পিতা- শাকীর মামুদ, সাং- পশ্চিম বুল্লা, থানা-লাখাই, সর্বজেলা- হবিগঞ্জদের বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র নির্দেশে অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া এ অভিযানের নেতৃত্ব দেন।আটক ডাকাত ও তাদের পলাতক সহযোগীদের রিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু পূর্বক আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে তথ্য দিয়ে সহায়তা করুন।
Leave a Reply