(শানে রাসুল সঃ)
গীতিকবি ডাঃ শেখ এম এ মুকিত
*************************
দয়াল নবী আপনার চরনে,
দুরুদও সালামও জানাই,
হইও আমার কান্ডারী,
নিও গো আপনার বাড়ি,
আপনি বিনে নবী দরদী কেউ নাই।
দাও আপনার চরন ধূলী,
যাইও না আমারে ভুলি,
সয়নে সপনে যেন পাই।
আমায় কর এসকে ফানা,
বানাইও আপনার দেওয়ানা,
করজোড়ে মিনতি জানাই।
আপনি বিনে নবী দরদী কেউ নাই””””””ঐ
বানাও আপনার প্রেমে পাগল,
আপনি আমার সহায় সম্বল,
দয়া বিনে আমার গতি নাই।
আপনার নূরের ই রঙ্গে,
রঙ্গিন করে রাইখ সঙ্গে,
আপনার চরনে দিও ঠাঁই।
আপনি বিনে নবী দরদী কেউ নাই””ঐ
কাঁন্ধে মুকিত গোনাহগারে,
তরাইও রোজ হাশরের,
পর পারে আপন কেহ নাই,
ইয়া মোহাম্মদ রাসুল আল্লাহ,
শাফায়াত করিও লিল্লাহ,
পাক চরনে মিনতি জানাই।
আপনি বিনে নবী দরদী কেউ নাই””ঐ
Leave a Reply