জৈন্তাপুরে কাটুরিয়া কয়েছের নবদম্পতি নিয়ে সমালোচনার ঝড়
বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে কুমারী নারীর লালায়িত ফাঁদে পড়ে স্ত্রী-সন্তানকে পিত্রালয়ে ফিরিয়ে দিয়েছে নারী লিন্স কয়েছ নামে এক ব্যক্তি। শুধু তা-ই নয়, স্বামী-স্ত্রী পরিচয় দিলেও সমাজ কিংবা আইনী কোন প্রমাণপত্র নেই। স্থানীয় বাসিন্দারা এমনটিই দাবী করেন এবং এদের সংসারটি অবৈধ হিসেবে মন্তব্য করছেন। ঘটনাটি জৈন্তাপুরের চিকনাগুল গ্রামের।
জানা যায়, ওই গ্রামের মৃত রাহমাতুল্লাহর পুত্র মোঃ কয়েছ মিয়া একজন কাটুরিয়া। প্রতিনিয়ত মানুষের কাজ করাই তার নিয়তি। এরপরেও সে নিজেকে আকাশচুম্বী সম্পদশালীর পরিচয়ে সরলমনা নারীদের সাথে অবৈধ সখ্যতা গড়ে তুলে চুষে খেয়ে নিঃস্ব করে দিয়েছে। এমন প্রতারণার একাধিক অভিযোগ উঠছে ওই কাটুরিয়ার বিরুদ্ধে।
খোঁজখবর নিয়ে জানা যায়, কাটুরিয়া কয়েছ হবিগঞ্জের বাহুবলের এক নারীকে ভালবেসে গত ১০ বছর আগে বিয়ে করে। ওই নারীর গর্ভে ১ মেয়ে সন্তান রয়েছে এবং আবারো এ নারী মা হওয়ার পথে। গত ৫ বছর যাবত পিত্রালয়ে অবুঝ কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতে হয়েছে। এতে স্ত্রী কিংবা সন্তানের ভরণপোষতো দুরের কথা খবর পর্যন্ত নেওয়া হয়নি বলে তার স্ত্রী দাবী করেছেন। মাঝেমধ্যে বাহুবলে তার স্ত্রীর নিকট আসলে নানান ছলনা করে চলে যান কয়েছ। এরইমাঝে,একই গ্রামের নাসির মিয়ার মেয়ে মোছাঃ লিজা আক্তার নামে এই নারীকে বিয়ে করার খবর পাওয়া গেলেও এ সংক্রান্তে কোন প্রমাণাদি তারা দেখাতে পারেননি। কয়েছ জানায়, ২য় বিয়েতে ১ম স্ত্রীর সম্মতি নেওয়া হয়েছে। তবেঁ ১ম স্ত্রী বললেন, ২য় বিয়ের বিষয়টি তিনি জানেননি। এমতাবস্থায়, ১ম স্ত্রী তার কন্যা সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়তে হয়েছে।
Leave a Reply