‘‘মাধবপুর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ০২ জন‘‘
অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশে গত ৩০/০৯/২২ খ্রিঃ রাত ০৩.২০ ঘটিকার সময় একটি সংঘবদ্ধ সক্রিয় ডাকাত দল ০৬ নং শাহাজাহানপুর ইউনিয়নের কিবরিয়াবাদ এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের উপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে হাতেনাতে ডাকাত জুয়েল মিয়া(২৫), পিতাঃ আঃ শহিদ,সাং- ঘোড়াকল,উবাহাটা ইউ/পি,থানা-চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জকে আটক করে। তার দেখানোমতে ০৩ টি রামদা,০১ টি ফিকলসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয। পরে তার জবানবন্দি মোতাবেক মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সার্কেল অফিসার জনাব মহসিন আল মুরাদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির আইসি জনাব মুজিবুর রহমান চৌধুরী একদল পুলিশসহ চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপর ডাকাত রিপন মিয়া(২৩),পিতাঃ মৃত আকল মিয়া,সাং -পাইকুরা লস্কর বাড়ী,থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জকে আটক করে।
অভিযান অব্যাহত আছে।
Leave a Reply