কাজী মাহমুদুল হক সুজনঃ হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু তোলার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারের লাদিয়া নামক স্থানে সহকারী কমিশনার (ভুমি) আফিয়া আমীন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত দেখতে পায় নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধ ভাবে খোয়াই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত লাল মিয়া নামের একজনকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযুক্তের বাড়ী উপজেলা বড়ব্দা গ্রামের আব্দুল হাইর পুত্র।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
Leave a Reply