ইং-১৩/০৭/২০২২ তারিখ ২০.১৫ ঘটিকায় সময় জনাব অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, হবিগঞ্জের নেতৃত্বে বানিয়াচং থানায় কর্মরত এসআই ওমর ফারুক, এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মহসিন মিজি, এএসআই হারুন রশীদ সংগীয় ফোর্সের সহায়তায় অত্র
থানাধীন ৬নং কাগাপাশা ইউপিস্থ বাতাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। শাহাব উদ্দিন(৬০) পিতা- মুসলিম উল্লা, সাং- বাতাকান্দি ২। মোঃ নুরুল হক (৪৫) পিতা- মৃত সমন মুন্সী, সাং- বাগহাতা, বর্তমানে- লোহাজুরী ৩। রহমত আলী(৪৫) পিতা- মৃত আব্দুস ছত্তার, সাং- ইছবপুর, সর্বথানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদের ০৭(সাত) গাঁজাসহ গ্রেফতার করেন।
আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, জুয়া, চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply