বাহুবলে চা-শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও মানববন্ধন পালিত।
এ এইচ রাজু সরকার, বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি ও ২০২১-২২ সালের চুক্তি বাস্তবায়নের লক্ষে কর্মবিরতী ও মানববন্ধন পালন করা হয়েছে।
আজ শনিবার (১৩-আগস্ট) দুপুর ১টার দিকে বাহুবল উপজেলা পরিষদের সামনে কর্মবিরতি ও মানববন্ধন পালন করা হয়।
উক্ত কর্মবিরতি ও মানববন্ধনে, বক্তব্য রাখেন, বাহুবল উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌঃ, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলার (বর্তমান) চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কুটি, ও চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বক্তব্য’তে বলেন, ১৯ মাস যাবৎ এরিয়া বোনাস বন্ধ রয়েছে, অতিবিলম্বে চা শ্রমিকদের দ্বি-পাক্ষিক ২০২১-২০২২ সালের চুক্তি বাস্তবায়ন করতে হবে।
চা-শ্রমিকদের মজুরি ও হাজিরা বাড়ানো হয়নি। তাই চা-শ্রমিকদের ভূমি অধিকার দিতে হবে। বক্তারা আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে যদি চা-শ্রমিকদের দাবী না মানা হয়, সারা বাংলাদেশের সকল চা-বাগান গুলো বন্ধ করে দেওয়া হবে।
Leave a Reply