এ এইচ রাজু সরকার, বাহুবল: হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক মহিলা আহত হয়েছে।
শুক্রবার (১২-আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউরা (নোয়াগাঁও) গ্রামের আব্দুল করিমের (স্ত্রী) শিরিন আক্তার (৪৫) বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামে তার বোনের বাড়ীতে বেড়াতে এসে বাড়ী ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে দাড়িয়ে গাড়ীর অপেক্ষা করেছিলেন।
এ সময় ওই মহিলার সাথে থাকা ১২ বছর বয়সী পুত্র শিমুল রাস্তা পারাপার হতে চাইলে তার পেছনে মা ও রাস্তা পার হতে গেলে ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতিতে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ (২৫-৫০৫৪) মহিলা কে চাপা দেয়।
ঘটনাস্থলে, স্থানীয় লোকজন মহিলা কে গুরুতর অবস্থা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত মহিলা কে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুটিজুরী বাজারের লোকজন রাস্তায় ব্যারিগেড দিয়ে প্রাইভেট কারটি কে আটক করা হয়।
এসময় পুটিজুরী পুলিশ ফাড়ির এসআই ওলি ও এএসআই অসিম আটক করা কারটি কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হাতে হস্তান্তর করেন।
Leave a Reply