গত ২৯/ ৭/ ২২ ইং তারখে রাত অনুমানিক ৯.২০ ঘটিকার সময় হবিগঞ্জ শহরের গোসাই পুর এলাকার সাংবাদিক রুবেলের আত্মীয় তারিকুল ইসলামের নিজ নামীয় একটি গ্রে কালারের সুযোকী জিকসার ১৫৫ সি সি মোটর সাইকেল যাহার ENGIN NO BGAI – 199244,CHASSIS NO MB8NG4BJF- 8204560 চুরি হয়েছে। এ ব্যাপারে মোঃ তারিকুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানাযায় মিরপুর উপজেলার বশিনা গ্রামের মোঃ আমিনুল ইসলামের পুত্র মোঃ তারিকুল ইসলাম ইমন(২৭) গোসাই পুর এলাকার সাংবাদিক রুবেলের বাসার সামনে বাইক রেখে তার বোনের সাথে সাক্ষাৎ করতে যায়। অনুমানিক ১০/১৫ মিনিটে মধ্যে উক্ত স্থানে এসে দেখতে পায় তাহার মোটরসাইকেল অজ্ঞাতনামা চুররা চুরি করে নিয়ে যায়। যাহার মুল্য ২,৫১,০০০(দুই লক্ষ একান্ন হাজার টাকা)।
Leave a Reply