হবিগঞ্জ শহরের লোডশেডিং এর বিস্তারিত তালিকা।
হবিগঞ্জ শহর ৭ টি ফিডারে বিভক্ত।
১।ফিডার (নতুন বাস টার্মিনাল) আওতাধীন এলাকা হচ্ছে, বহুলা, নতুন বাস স্ট্যান্ড, কোট স্টেশন, মোহনপুর, সুলতান মাহমুদপুর, লাখাই রোড। লোডশেডিং টাইম প্রতিদিন রাত ১-২ টা,ভোর ৬-৭টা, ১০-১১, বিকাল ৩-৪টা, রাত ৮-৯, প্রতিবার ১ঘন্টা করে মোট ৫ ঘন্টা।
২। ফিডার (রামপুর) আওতাধীন এলাকা হচ্ছে, নবীগঞ্জ রোড, বালিখাল,রামপুর, শ্মশান ঘাট, মজলিসপুর, বাগজুর, আওড়া, লোডশেডিং টাইম হচ্ছে উপরের ১ ফিডার এর মতই।
৩। ফিডার (উমেদনগর) আওতাধীন এলাকা হচ্ছে, বানিয়াচং রোড, কালার ডোবা, উমেদনগর, দানিয়ারপুর, আনোয়ারপুর, পাথারিয়া, তিতখাই, নসরতপুর, আলম বাজার, হিয়ালা -মকরমপুর। লোডশেডিং টাইম হচ্ছে, প্রতিদিন রাত ২-৩টা, রাত ৭-৮ টা,সকাল ১১-১২ টা, বিকাল ৪-৫ টা, রাত ৯-১০।
৪। ফিডার (শ্যামলী) আওতাধীন এলাকা হচ্ছে, গোশাইপুর, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, ঘাটিয়া বাজার, গরুর বাজার, পুরান মুন্সেফী, শ্মশান ঘাট, বাণিজ্যিক এলাকা, পৌর মার্কেট, লোডশেডিং টাইম প্রতিদিন ভোর রাত ৩-৪টা, সকাল ৮-৯ টা,দুপুর ১২-১ টা,
৫-৬টা,
৫। ফিডার (স্টাফ কোয়াটার) আওতাধীন এলাকা হচ্ছে, ইনাতাবাদ, স্টাফ কোয়ার্টার, জঙ্গল বহুলা, সদর হাসপাতাল, ডিসি অফিস, সদর থানা, কোর্ট, সার্কিট হাউস, সার্কিট হাউস রোড, লোডশেডিং টাইম হচ্ছে, প্রতিদিন ভোর রাত ৪-৫ টা,দুপুর ১-২ টা, বিকাল ৬-৭ টা, রাত ১১-১২ টা।
৬। ফিডার (বাইপাস) আওতাধীন এলাকা হচ্ছে, নোয়াগাও, মির্জাপুর, নারায়ণপুর, আনোয়ারপুর বাইপাস, জালালাবাদ, লোডশেডিং টাইম উপরের ৫ নাম্বার ফিডারের মতোই।
৭। ফিডার (রাজনগর) আওতাধীন এলাকা হচ্ছে, তিনকোনা পুকুরপাড়,রাজনগর, সবুজ বাগ, শায়েস্তানগর,ভাদৈ, পোদ্দার বাড়ি, ২ নং পুল ভাঙ্গা পুল, তেঘরিয়া,পইল রোড, কলেজ রোড, লোডশেডিং টাইম হচ্ছে, রাত ১২-১, ভোর ৫-৬, সকাল ৯- ১০ টা, দুপুর ২-৩ টা, সন্ধ্যা ৭-৮ টা,
Leave a Reply