উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বন্দর, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম।
পরিদর্শনকালীন তিনি তথ্য আপা প্রকল্পের বন্দরের তথ্য সেবা কেন্দ্র এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলাদের নিয়ে ২টি উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় পরিদর্শনে গেলে উপপরিচালকে কর্মকর্তা পারভিন আক্তার এবং স্টাফরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কর্মকর্তা এবং স্টাফদের সাথে মত বিনিময় কালে মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকান্ড কিভাবে আরো সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটার, সংগীত শিল্পী ও আবৃত্তিকারদের সাথে মতবিনিময় কালে ক্লাবের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলেন।
আইজিএ প্রকল্পের ১৬ এবং ১৭তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে তাদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন। বন্দর উপজেলার তথ্য সেবা কেন্দ্রের কার্যালয় পরিদর্শনে গেলে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সালমা আক্তার এবং তার কার্যালয়ের অন্যান্য স্টাফগন আন্তরিকতার সাথে স্বাগত জানান এবং তাদের কর্মকাণ্ড কিভাবে বাস্তবায়ন করছেন সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন ।
Leave a Reply