আক্তারুজ্জামান নুরাজ ঃ বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা উপ কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক -মোঃ মুখলিছুর রহমান ঈশান এর ইংল্যান্ড গমন উপলক্ষে বুধবার সময় দুপুর ১ঘঠিকায় ১৩-০৭-২০২২ ইংআনোয়ারপুর বাইপাস মোড় বাংলাদেশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে, বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়।
সভাপতিত্বে -জনাব ডাঃ আলাউদ্দিন তালুকদার.প্রধান অতিথি, CNA হবিগঞ্জ জেলা ব্যুরো চীফ শেখ মোঃ আব্দুল কাদির কাজল.সহ সভাপতি ডাঃ মনিরুল ইসলাম, পরিচালনায় – বাংলাদেশ প্রেস ক্লাবের হবিগঞ্জ জেলার উপকমিটির সাধারণ সম্পাদক -মোঃ আজিজুল ইসলাম হৃদয়।
প্রচার সম্পাদক সাংবাদিক -আক্তারুজামান নুরাজ। ফয়সল আহমেদ. আমির উদ্দিন, এস কে সুজন, সহ সংগঠনের সদস্যগণ। সবাই মুখলিছুর রহমান ঈশান এর জন্য দোয়া শুভ কামনার প্রত্যাশা করেন। আল্লাহ যেন তোমাকে ভাল রাখে।
ঈশান বলে আমি যেখানে থাকি না কেন আপনাদের জন্য আমার বাংলাদেশের মানুষের কল্যানে আমি কাজ করে যাব।আপনারা আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply