মোহাম্মদ মাসুদ কিবরিয়াঃ গতকাল ১২ই জুলাই রোজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে হবিগঞ্জ মিউজিক্যাল ব্যান্ড কমিউনিটি আয়োজন করে ” একোস্টিক ফেস্ট ২০২২ ”
দুপুর ৩টায় তাসনিমুল হাসান তানিম এর ইন্সট্রুমেন্টাল কারুকাজের মধ্যে দিয়ে পর্দা উঠে হবিগঞ্জ মিউজিক্যাল ব্যান্ড কমিউনিটি আয়োজিত একোস্টিক ফেস্ট ২০২২ এর, এরপর একে একে স্টেজে পারফর্ম করেন কৃষ্ণকলি, জিদান, ঝলক গোপ পুলক, সামিউল সামি, প্রীতম অধিকারী এবং মাহফুজুর রহমান নেহাল।
শো এর দ্বিতীয় পর্বে ব্যান্ড পারফর্মে ছিলো হাসিমুখ দ্যা ব্যান্ড, প্রাচ্য, সিন্ধুর পথযাত্রী, লসপিক, খন্ড-ত, সুদূর কুমিল্লা থেকে আগত ব্যান্ড আরনিকা এবং ফোক লিডারস।
কমিউনিটির সভাপতি তাসনিমুল হাসান তানিম জানান, ” এই শো এইএমবিসির দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যাবসায়ের ফল। আমি বিশ্বাস করি আমরা সফল এবং সার্থক। ভেন্যুতে থাকা টিকেটের দ্বিগুণ টিকেট গতকাল বিক্রি হয়ে গেছে এটা আমাদের কাছে অভাবনীয় কারণ এই বিক্রি আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। আমরা আমাদের টিকেট বিক্রির অর্থের একাংশ রাস্তায় অসহায় প্রাণীগুলোর কয়েকদিনের খাবারের জোগান দেয়ায় ব্যায় করবো। সবাইকে ধন্যবাদ শো তে আসার জন্য এবং আমাদের এই আয়োজনটুকু সফল এবং সার্থক করার জন্য। ”
কমিউনিটির সাধারণ সম্পাদক আজমাঈন তরফদার জানান, ” এই আয়োজনটা করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। হবিগঞ্জের মিউজিক্যাল ইতিহাসে আমাদের এই আয়োজন একটি সুস্পষ্ট অধ্যায় হয়ে থাকবে আশা করি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ফেস্টে আসার জন্য এবং এই শো কে সফল এবং সার্থক করার জন্য। ”
রাত ১০ টায় সুদূর কুমিল্লা থেকে আগত ব্যান্ড আরনিকা’র পরিবেশনার মধ্যে দিয়ে পর্দা নামে একোস্টিক ফেস্টের। এই আয়োজন হবিগঞ্জে মিউজিকের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।
Leave a Reply