ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) গভঃ রেজিঃ নং এস – ৭০০৬/০৭ গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা হবিগঞ্জ জেলা শাখা কার্যালয়ে, মোঃ উকিল মিয়া , রুবেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ করিলে। রুবেল মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ টি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থায় বিচার সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। উক্ত সালিশে সভাপতিত্ব করেন (NPS) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফয়সল মিয়া, পরিচালনায় হবিগঞ্জ জেলা শাখার হবিগঞ্জ সাধারণ সম্পাদক শাহেনা আক্তার।
অভিযোগ কারী উকিল মিয়া পিতা সাবাজ মিয়া গ্রাম পোলার কান্দি। বনাম রুবেল মিয়া পিতা ছমির মিয়া গ্রাম বরকান্দি। উভয় পক্ষ ও উভয় পক্ষের মুরুব্বিয়ানের উপস্থিতে বিচার সালিশ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের মুরুব্বিয়ান মোঃ আল আমিন,আজিজুন্নেছা,বেগম,মোঃ এমরান মিয়া,রুবেনা বেগম,নুর জাহান,মোঃ মুহিত মিয়া,উকিল মিয়া, সালাউদ্দিন, মোঃ খুমেদ মিয়া, মোঃ হারুন মিয়া,মন্জু মিয়া,তামিম মিয়া, দিলু মিয়া,।
Leave a Reply