আজমিরীগঞ্জ থেকে আসা মাছবাহী পিকাপ ভ্যানের ধাক্কায় টমটম চালক নিহত হয়েছে।
বুধবার ৬জুলাই ভোর ৬ টায় বানিয়াচং উপজেলার রত্না বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত টমটম চালক আজমিরীগঞ্জ উপজেলার আজমির নগর কদ্দুস মিয়ার পুত্র ফায়েল (২০)নামে বিপরীত দিক থেকে আসা মাছবাহী পিকাপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে।
প্রতক্ষ্যদর্শি জানায় আজমিরীগঞ্জ উপজেলার আজমির নগর থেকে মাছবুঝাই টমটম নিয়ে আসছিলেন টমটম চালক ফায়েল। এসময় বেপরোয়া গতিতে আজমিরীগঞ্জ থেকে আসা পিকাপ ভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে।
এসময় স্হানীয় লোকজন তাদের কে উদ্ধার করে
সকাল ৭ ঘটিকায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ফায়েল কে মৃত্যু ঘোষণা করেন।
এবং আহত অবস্থায় সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার চিরাইন গ্রামের আবু মিয়ার পুত্র তাহের মিয়া (৩০), মুক্তার হোসেনের পুত্র মোঃ কালন মিয়া নামের দুই জন কে , হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
Leave a Reply