হবিগঞ্জ শহরতলীর আলমপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ-ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ১০নং সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের টেটার আঘাতে মামুন মিয়া (৪৫), পিতা-আমির আলী নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।
অদ্য ০২-০৭-২০২২খ্রি. তারিখ সকালে অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি সরজমিনে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
০১-০৭-২০২২খ্রি. তারিখ (শুক্রবার) বিকেলে শহরতলীর আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার ১০ নং সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের হাজী বাড়ী এবং মুন্সীবাড়ী গোষ্ঠীর মধ্যে ২ জনের মোবাইল বেচা-কেনার বিরোধকে কেন্দ্র করে এবং পূর্বের আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার বিকেলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে প্রতিপক্ষের টেটার আঘাতে মামুন মিয়া গুরুতর আহত হলে তাকে সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসময় উপস্থিত ছিলেন পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, জয় কুমার দাস, চেয়ারম্যান, ১০ নং সুবিদপুর ইউপি, বানিয়াচং, হবিগঞ্জ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ।
Leave a Reply