হবিগঞ্জ জেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। আজ জেলা প্রশাসক ইশরাত জাহান, অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্হানীয় নেতৃবৃন্দসহ বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে বন্যা দুর্গত পানি বন্দি সাধারণ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
তিনি কালাপুর আশ্রয়ণ প্রকল্পে ৮৪টি পরিবারের মধ্যে এবং পরবর্তীতে ০৫ নং অমৃতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণ করা বন্যাদুর্গত ৯৫ জনের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও পানিবন্দি বিভিন্ন ঘরে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি জানান জেলায় যথেষ্ট পরিমাণ শিশুখাদ্য এবং ত্রাণ সামগ্রী মজুদ আছে। এছাড়াও মেডিকেল টিম তাদের দায়িত্ব পালন করছে। তিনি মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন।
Leave a Reply