অসহায় বন্যার্তদের মাঝে হবিগঞ্জ জেলা পুলিশের ত্রান সামগ্রী বিতরণ।
সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুন) হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি’ র নির্দেশনায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জনাব রকিবুল ইসলাম খান এর নেতৃত্বে বাহুবল উপজেলাধীন ০১নং স্নানঘাট ইউপি এলাকায় বন্যা দূর্গতদের মাঝে ২০০ প্যাকেট তৈরি খাবার এবং ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুটিজুরি তদন্ত কেন্দ্রের আইসি সহ অন্যান্য অফিসার ফোর্স, ইউপি চেয়ারম্যান সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।
বন্যা মোকাবেলা ও প্রাকৃতিক দূর্যোগ কালীন আইনশৃঙ্খলা রক্ষায় অত্র জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি’র নেতৃত্বে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, হবিগঞ্জ ।
Leave a Reply