বন্যার্তদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী বিভিন্ন গ্রাম পরিদর্শন।
বিভিন্ন গ্রাম এবং আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুলতানা সালেহা সুমী।
এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শফিকুল ইসলাম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী।
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে আজমিরীগঞ্জ উপজেলার হাওড়সহ বিভিন্ন জায়গায় পানি বেড়ে গেছে বন্যা দেখা দিয়েছে।
কাকাইলছেও ইউনিয়ন বদলপুর ইউনিয়ন পৌরসভা সহ বিভিন্ন গ্রামের মানুষকে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।
এবং যাদের বাড়িঘরে পানি ওটার সম্ভাবনা আছে তাদের কে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে।
আশ্রয় কেন্দ্র হিসেবে সব স্কুল-কলেজ খোলা রাখা হয়েছে। আজমিরীগঞ্জ সদর থেকে বিভিন্ন রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Leave a Reply