মোঃ আল আমিন প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত।
আজ সন্ধ্যা ৬ঃ৫০ ঘটিকার সময় ঢাকাগামী ট্রাক যারার রেজিঃ নং (ঢাকা মেট্রো-ট ২৪- ৪১০৯) ধাক্কায় একই মূখী মোটরসাইকেল যাহারা রেজিঃ নং (ঢাকা মেট্রো ল ৪১-২৫৫৩) সংঘর্ষ হয়।
ঢাকাগামী ট্রাক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একই মুখী মোটরসাইকেলকে ধাক্কা দিলে মাধবপুর উপজেলায় ৫নং আন্দিউরা, বাকসাইর নামক স্থানে, ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়।
নিহত মোটরসাইকেল চালক মোঃ চাদনান হাসান (স্বরন) ২৬, উক্ত উপজেলার গোবিন্দপুর গ্রামের, আব্দুল কাইয়ুমের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন,
গাড়ি দুইটি থানা হেপাজতে রয়েছে, ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, আইন গত ব্যবস্তা প্রক্রিয়াধীন।
Leave a Reply