টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে অদ্য ০৪/০৬/২০২২ খ্রিঃ তারিখ থানা এলাকায় বিভিন্ন
স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০৭ মাসের জিআর সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী।
মোঃ ইকবাল মিয়া, পিতা- মোঃ বাবুল হোসেন, সাং- ছাতিয়াইন, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ এবং ০৫ জন সিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক
আসামী ১। মোঃ জামাল মিয়া, পিতা- মৃত আঃ খালেক, সাং- মাদলপুর, ২। মোঃ আঃ বাছির, পিতা- আঃ ওহাব, সাং- তেলিয়াপাড়া, ৩। মোঃ রহমত আলী, পিতা- মোঃ সিদ্দিক মিয়া, সাং- হরিশ্যামা, ৪। মোঃ কামাল উদ্দিন, পিতা- আঃ রশিদ, সাং- রাজনগর, ৫। মোঃ শানু মিয়া, পিতা- মোঃ বরকত আলী, সাং- মাল্লা, সর্ব থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদের গ্রেফতার করা হয়।
এছাড়াও ০৩ জন নিয়মিত মামলার আসামী ১। মোঃ ফরাস উদ্দিন(৪৩), পিতা-মৃত মোঃ মনজয় আলী প্রকাশ মন্নর আলী, গ্রাম- সাতপাড়িয়া বর্তমানে হরিতলা, ২। মোঃ মামুন মিয়া(৩৩), পিতা-মোঃ আজদর আলী গ্রাম- রসুলপুর, ৩. মোঃ আব্দুল হাকিম(২৫), পিতা-মোঃ ইদ্রিস আলী , গ্রামঃ গন্ধবপুর, সর্ব থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ সহ সর্বমোট ০৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার পূর্ব বিজ্ঞ আদালতে সোপর্দ করে মাধবপুর থানা পুুলিশ।
Leave a Reply