হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে
হাজী আফরাজ আলী হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র নাফিজ (১৬)কে সন্ত্রাসী হামলা চালিয়ে, গুরুতর আহত করেছে একই ইউনিয়নের, নোয়াগাঁও গ্রামের গেদু মিয়ার ছেলে রাহাদ মিয়া , চাঁনপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে, এনামুল মিয়া, একদল সন্ত্রাস বাহিনী নিয়ে হামলা চালায় স্কুল ছাত্র নাফিজ মিয়ার ওপর,
জানা যায় মঙ্গলবার ২৪মে দুপুর ২ টার সময় স্কুল থেকে পরীক্ষা শেষে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় নাফিজ। পথিমধ্যে সুতাং,বাছিরগঞ্জ বাজার ছ-মিল এরিয়ায় পৌছলে রাহাত ও এনামুল নামের সন্ত্রাসী নাফিজ কে পিছন থেকে তার হাতে থাকা রড ও এলোপাতাড়ি দিয়ে জখম করে।
নাফিজের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
উল্লেখ্য যে বখাটে রাহাত মিয়া, এনামুল মিয়া তাদের বিরুদ্ধে আরো মারামারির অভিযোগ আছে বলে জানান স্থানীয়রা
নাফিজের চাচা কামাল মিয়া জানান আমার ভাতিজার অবস্থা খুবই আশংকাজনক।
Leave a Reply